National


ছেলের বউ কে পেটালেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, দেখুন সেই ভয়াবহ ভিডিও

হাইকোর্টের বিচারপতি রামমোহন রাও একসময় তিনি মাদ্রাজ হাইকোর্টের ও বিচারপতি ছিলেন। গার্হস্থ্য হিংসা নিয়ে বারবার গর্জে উঠেছে যার কলম সেই রামমোহন রাওয়ের বাড়িতেই তার পুত্রবধূ সিন্ধু শর্মার ওপর দিনের পর দিন চলত অকথ্য অত্যাচার। শ্বশুর, শ্বাশুড়ি এবং স্বামীর কাছে বেধড়ক মার খাওয়া থেকে শুরু করে জামাকাপড় ছিঁড়ে দেওয়া এসবই চলত অবাধে। কিন্তু এতদিন কেউ সেই ঘটনা টের পাননি।

Related Articles

Comments