Malda


বৃষ্টিকে উপেক্ষা করে মালদা জেলা বামফ্রন্টের ডেপুটেশান ও সমাবেশের কর্মসূচীতে উপস্থিতি ভালই।

২৫ শে সেপ্টেম্বরঃ মালদা জেলা বামফ্রন্টের ডাকে আজ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ডেপুটেশান ও সমাবেশের কর্মসূচী নেওয়া হয়েছিল। তাদের দাবীগুলির মধ্যে ছিল এন আর সি  চালুর নামে মানুষকে আতঙ্কিত ও  হয়রানি করা, বিভাজনের প্রক্রিয়া ও সামাজিক উত্তেজনা সৃষ্টি বন্ধ করা, বিদ্যুতের দাম কমানো ও মাসের বিল মাসে দেওয়া, ১০০ দিনের কাজে দুর্নীতি বন্ধ করা ও ২০০ দিনের কাজ ও দৈনিক মজুরী ৩৭৫ টাকা করা, ফসলের লাভজনক দাম ও কৃষি  ঋণ  মকুব, নদী ভাঙন ও চর  জমিতে সমস্যার সমাধান সহ পুনর্বাসন, জেলার সর্বত্র পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া  ৩৪ নং জাতীয় সড়ক সম্প্রসারণ  বাইপাসের কাজ দ্রুত শেষ করা এবং সামসি রেল গেটের ওপর ফ্লাইওভার  রথবাড়ী এবং খালতিপুর রেল গেটে সাবওয়ে নির্মাণ ইত্যাদি দাবী  নিয়ে আজ জেলা সমাহর্তর কাছে ডেপুটেশন  দেওয়া হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে রথবাড়ীতে জড়ো হয়। সেখান থেকে মিছিল করে প্রশাসনিক ভবনের  কাছে আসেন। মিছিলের পুরোভাগে ছিলেন শিলিগুড়ির মেয়র ও সিপি এমের রাজ্য কমিটির সদস্য শ্রী অশোক ভট্টাচার্য, বিশ্বনাথ ঘোষ ও জেলার অন্যান্য বামফ্রন্ট  নেতৃবৃন্দ। বৃষ্টিকে উপেক্ষা করে  বহু মানুষ এই  ডেপুটেশান ও সমাবেশের কর্মসূচীতে অংশগঠন করেছিল।

 

Related Articles

Comments